প্রবাসে এসেছি রেখে দূরে প্রিয়জন,
কাঁদে যে মায়ের চোখ খালি হলো কোল!
মনে পড়ে বারে বার বাবার শাসন,
ছোটন যে কেঁদে বলে আবোল-তাবোল।
দেখা নাই কথা নাই গেলো কতদিন!
সোনা বউ চুপিসারে ভেজায় কপোল।
উপার্জন বিনিময়ে কত বিসর্জন,
একা থাকা বড় দ্বায়, ঝরে আঁখি জল।
সারাবেলা কাজে জোটে ডাল ভাত বাসি,
সুখ সাগরের মাঝি যে দুঃখ বিলাসী।
সুখ খোঁজা চোখ বুঝে, চাই ফিরে আসি,
অভাবের অপরাধে আজ কারাবাসী।
সব ব্যথা বুকে চেপে তবু মুখে হাসি,
আমি তো মানুষ নই শুধুই প্রবাসী।