মানুষ বলেই ব্যথা থাকে মনে,
তোরও কি ঠিক তাই?
কাঁদিস কি তুই অধর কাপিয়ে?
জল মোছে কেউ নাই?
তারাগুলো জ্বলে টিমটিমে করে,
চাঁদটাকে বলে দেখ-
বামপাশে বুক চিন চিন করে,
সবাই পড়েছি ভেখ।
নিভৃতে জ্বলে কাননে অনল,
মর্ম যে পুড়ে ছাই!
বেদনা ধারার ফোয়ারা প্রবল,
স্মৃতি দেয়ালে খোদাই।
চিত্তের বেদন হয়না বদল,
মোছাও বড্ড দ্বায়!
প্রতীক্ষা গোনে দিবস রজনী,
সব ভুলে যেতে চায়।
সময় গড়ালে প্রভার আড়ালে,
ঘোর কেটে হবে ভোর।
বেদনা বিধুর সে বিষাদ মরু,
শুষে নেবে সব লোর।