এসেছে মানুষ কত সময়ে সময়ে,
খুব কাছে বা গোপনে নানা প্রয়োজনে।
রেখেছে যতনে খুব জড়িয়ে হৃদয়ে,
শয়নে নয়ন খেলে রঙ্গিন স্বপনে।
প্রয়োজন শেষ বলে দূরে গেছে চলে,
বিধুর তিমিরে ফেলে নিজে বাতিঘরে।
ভুল বোঝাপড়া ছোড়া কাচের দেয়ালে,
অহমিকা হল একা বিলীন কুটিরে।
নীরবে অনেকটা পথ হেঁটে গিয়ে রোজ,
মিছে মরীচিকা ভাঙ্গে অবিদিত ক্রোধ।
অমসৃণ হৃদয়ের হয়নি নেওয়া খোঁজ,
স্বপ্নে চড়ে নীলাম্বরে উটকো কৌতুক-বোধ।
সৃষ্ট এ বিধি স্রষ্টারই চলছে চলমান,
প্রার্থনা যে হাস্য-মাত্র থাকুক অম্লান।