ঘুম ভেঙে উঠে দেখি - নতুন সকাল,
পুরনো জীবন শুরু হলো যে আবার।
নাওয়া খাওয়া শেষ করে পেট ভরে জল,
পরিপাটি জামা চুলে যোগাতে আহার।
রোদ-বৃষ্টি কাঁধে করে ঠেলে হাঁটু জল,
কর্ম স্থলে উপস্থিত অর্থ কামাবার।
কতশত কথা শোনা ভালো-মন্দ গাল,
বড় কঠিন বাস্তব জীবন আমার।
বন্দী থাকা সারাদিন কর্ম কারাগারে,
দেখি না যে কতদিন আলো ঝলমলে।
কৈশোর পড়ালেখায়, শৈশব যে খেলে,
অর্ধেক যৌবন যায় বেকার আধারে।
বাকি যৌবন বাঁচবো কি শুধু শুক্রবারে?
বিকিয়েছি স্বাধীনতা পিষ্ট পদতলে।