সাদা মেঘের ভেলার মনে একটু খানি আঁধার
সঙ্গী তাহার হারিয়ে গেছে পায়নি সময় বাঁধার।
খুঁজে ফিরে হিম বাতাসে
পক্ষ্ণীরাজের ঘোড়ায় চড়ে
কবে তাহার মনের মানুষ
প্রাণের সঙ্গী ফিরবে ঘরে।
আসবে কবে বাসবে তারে আগের মতন ভালো
সকল আঁধার করবে দূর দিয়ে চাঁদের আলো।
আজ যে মেঘের ব্যর্থ হৃদয়
মন বিষাদ তারই হতাশে
কোন সে অভিমানের তরী
নিয়ে তারে ছুটলো আকাশে।
তারে বিনা মেঘের আকাশ শূন্য আজিকে
শূন্য নৌকায় একলা বসে খুঁজছে মাঝিকে।
মাঝি তাহার নাইকো আর
হারিয়ে গেছে অন্ধকারে
তারে ছাড়া মেঘ যে আজ
বসে একা শূন্য ঘরের দ্বারে।
সঙ্গীর শোকে মেঘের মন প্রায়ই ভেঙ্গে পড়ে
একদিন হয়ত সেও সঙ্গীর মতন পড়বে ঝরে।
05.2.2018