আমার মুখে কোরমা-পোলাও
তোমার মুখে ভাত
আমি থাকি রাজপ্রাসাদে, তুমি
রাস্তায় কাটাও রাত।

আমার বাড়ির বৃহৎ প্রাসাদ
উঁচু পাঁচতলা
তোমার বাড়ি মাটির সাথেই
নিচু গাছতলা।

আমার পরণে সুন্দর জামা,
শার্ট, কোট-প্যান্ট, টাই।
তোমার পরণে শতছিন্ন বস্ত্র
জামা-জুতার ঠিক নাই।

আমার গ্যারেজে চার চাকার
দামী মডেলের গাড়ী
তোমার নেই চার চাকা তাই
হেঁটেই ফিরো বাড়ি।

আমার অনেক ব্যস্ত সময়
কোটি টাকার কারবার
তোমার সময়ের মূল্য শুধু
দু-মুঠো ভাত জোগাবার।

ধ্বংস করো এই ব্যবধান
কেটেকুটে করো ছিন্ন
তৈরী করো নতুন পৃথিবী
যেথায় কেউ নই ভিন্ন।

22.01.2018