ছোট্ট খোকা মাকে বলেÑ
স্কুলেতে যাব
লেখা-পড়া করে আমি
অনেক বড় হব ।

খোকার চোখে স্বপ্ন অনেক
হবে অনেক বড়
মাকে বলে, তুমি আমায়
শুধুই দোয়া কর ।

বড় হয়ে অংশ নেবে
দেশ গড়ার কাজে
তাই তো খোকা পড়তে বসে
সকাল-দুপুর-সাঁঝে ।