তাঁরা তো অনেক ভালো
সত্য যাঁরা বলে
মিথ্যার কোন ধার ধারে না
সত্য নিয়েই চলে ।
সত্য বলে সত্য করে
সত্য তাঁদের সব
সত্য পথে চলেন বলে
খুশি মহান রব ।
সত্যে পথে চলে যাঁরা
পরাজিত হয় না তাঁরা;
সত্য পথের পথিক দলের
নেইতো কোন ভয়
সত্য-মিথ্যার দ্বন্দ্বে শেষে
সত্যেরই জয় হয় ।