হুমকির মুখে উদ্ভিদকূল
উজার বনভূমি
উষ্ণ হচ্ছে পরিবেশ
নষ্ট হচ্ছে জমি।

হঠাৎ করে অতি বৃষ্টি
উল্টো আবার খরা
প্রয়োজনে বৃষ্টি বাদল
দেয় না যেন ধরা ।

এসব কিছু প্রকৃতির এক
খাম-খেয়ালি বটে
বৃক্ষ ধরায় কমে গেলে
এমনটি রোজ ঘটে ।

না থাকলে গাছ-গাছালি
যতটুকু কাম্য
প্রকৃতি হারিয়ে ফেলে
নিজেরই ভারসাম্য ।

গাছ লাগিয়ে করতে হবে
সবুজের সমাবেশ
বাঁচবে তবে পরিবেশ আর
বাঁচব আমার দেশ ।