আঁখি,নয়ন- অর্থ একই
নাম তবুও দু’টো
আঁখি আপু বড় বলে
নয়ন ভাইয়া ছোট ।
খেলাধূলায় যেমন ওরা
দুষ্টুমিতেও পাকা
শুরু হলে দুষ্টুমিটা
যায় না শান্ত রাখা ।
দুষ্টু হলেও অনেক ভালো
পড়া-লেখার বেলা
পড়া-লেখা শেষে তবেই
জমে ওদের খেলা ।
পরীক্ষাতে বৃত্তি পেয়ে
ভীষণ খুশি আঁখি
সেই খুশিতে নয়ন সোনা
দেয় না পড়ায় ফাঁকি ।