মদ গাঁজা সিগারেট
খাওয়া ঠিক নয়
এসবের কারণে
বেশ ক্ষতি হয় ।

ধূমপানে বাড়ে ঝুঁকি
হৃদ রোগ হয়
ধূমপানে আরো থাকে
ক্যান্সার ভয় ।

ধূমপান ও মদ করে
ফুসফুস নষ্ট
এগুলোর কারণে
হয় শ্বাস কষ্ট ।

ধূমপানই নয় শুধু
নয় মদ ও গাঁজা
ছেড়ে দাও সব নেশা
আর আছে যা যা ।