পাখিটা
মাহমুদ মোস্তফা

টেবিলে যে খাতা ছিলো
তাতে বেশ পাতা ছিলো
পেন্সিল ও রং নিয়ে
বসে পড়ি আঁকতে।

তখন এক পাখি এসে
জানালার ওপাশ ঘেঁষে
মিষ্টি মধুর স্বরে
শুরু করে ডাকতে।

দেখে দেখে পখিটা
এঁকে ফেলি বাকিটা।