কাউকে ধরে যদি জ্বর কাশি কফ ঠান্ডা
দিও তারে তেঁতো নিম মেখো তৈল মান্ডা
লাঠি দিয়ে পিটিয়ে
দিও ঠান্ডা ঝেটিয়ে
ব্যাথা সব উবে গিয়ে গা হবে ঠান্ডা
খেতে দিও তিন হালি হাঁস মুরগির আন্ডা।
চুলকানি হয়ে যদি যায় ফুলে চামড়া
নুন দিয়ে খেতে দিও জাম্বুরা আমড়া
কিনে এনে তারপিন
মিশিয়ে কেরোসিন
লেপে দিও চামড়ায় ক' ফোটা জলদি
মিশ্রণে কোরো না কোন রকম গলতি।
পচা-গলা খেয়ে যদি হয় আমাশয়
চা নিম গুলে খেতে দিও কোরো না ভয়
চ্যাংদলা তারে করে
কানমলা দিয়ে তারে
ফেলে রেখো নির্জনে কোনো এক কামরায়
রবে বসে সারাদিন বড়ো এক গামলায়।
ঝাল টক খেয়ে যদি হয় কারো অম্বল
খেতে দিও ঝাল ঝিঙা চিংড়ি ধুন্দুল
চাল ডাল নুন মিশিয়ে
খিচুরি পাকিয়ে
খেয়ে নিবে নাকেমুখে একদম জোরসে
সেরে গেলে অম্বল ফেটে পড়বে হর্ষে।
শুয়ে যদি না আসে কারো নিদ রাত্রে
দিও মেখে কদুর হিমতেল মস্তক গাত্রে
দশ মাইল দৌড়বে
এর পরে ঘুমোবে
যদি না কাটে তাতে কারো অনিদ্রা
ছেড়ে দিব একেবারে টোটকা বিদ্যা।

মাহমুদ লতিফ
১৬/০৮/২০২০