সকালেই সড়কে ভেঙে যায় ধৈর্য্য
শহরটা যেন রে ম্যানহোলর বর্জ্য ।
বর্জ্য পড়ে থাকে গলিপথ রাস্তায়
শুকিয়ে উড়ে পড়ে সকালের নাস্তায়।
নাকে মুখে ঢুকে পড়ে বাতাসে
আমশা ক্যান্সার জ্বরের মাতা সে।
ফুটপাত দখলে রাখে সব হকারে
দাঁড়িয়ে আমরা বোকারাম হাঁদা রে।
ম্যানহোলের ঢাকনা চোরে বেচে বাজারে
ঢালাই রাস্তা দু'দিনেই কাঁচা রে।
বাতি নেই রাস্তায় সাদা ক্রসিং জেব্রা
বাসগুলো বিদঘুটে চেহারা থ্যাবড়া।
বর্ষায় ডুবে থাকে ভিআইপি রাস্তা
মেয়রের উপরে নেই কোনো আস্থা।
রাস্তায় চলে গরু ছাগল ব্যবসায়
মাছ মুরগি কাচকি সব মিলে সস্তায়।
পলিথিন জমে নালাগুলো বন্ধ
চলে সব নাকটিপে উৎকটে গন্ধ।
পানি তো নয় রে জীবাণু কেমিক্যাল
কিছুদিন খেলে তো হবে স্ট্রোক-হার্টফেল।
সব মিলে করি "ভাই রে! হায় রে! " আমরা
বলে বলে মোদের নেই জীবের চামড়া।
শহরটা মরে যাবে এরকম চললে
করে না তো ভ্রুক্ষেপ এভাবেও বললে।