সিংহ বনাম ইঁদুর
সিংহ বল্লে, আমি বনের রাজা
কী লাভ রেখে ওসব পুচকে প্রজা
যেমন ছোট্ট-খাট্ট নেংটি ইঁদুর
খালি লেজ কাটে মোর কাটুরকুটুর।
যখন দেখাই হাতের নখর থাবা
বলবে মাফ করে দেন ওরে বাবা!
লেজ তুলে দৌড়ে ভাগে দশ হাত দূর
যত্তসব ছিঁচকে পুচকে নেংটি ইঁদুর।
হঠাৎ একদিন বনে শিকারী এলো
সিংহ ধরতে পথে জাল বিছালো
শিকার ধরতে যেইনা সিংহ গেল
বিছানো জালে সে আটকে গেল।
ফাঁদে আটকে সিংহ এবার কাঁদে
শিকারী যে আসবে একটু বাদে
হঠাৎ দেখে ঐ সেই পুচকে ইঁদুর
কাটছে বসে জালটা কাটুরকুটুর।
সিংহ বল্লে, ও হে ইঁদুর বাবা!
বৃথা হেথায় আমার নখর থাবা
তোমার মুখেই আছে ধারালো দাঁত
তাতেই পারবে কাটতে শক্ত ফাঁদ।
ইঁদুর বল্লে, ও হে বনের রাজা
বলেছিলে মোরে পুচকে প্রজা
যতই হও তুমি বলবান রাজা
পুচকে না হলে আজ পেতে সাজা।
মাহমুদ লতিফ
ঢাকা আগষ্ট ৭, ২০২০।