বনের সিংহ বল্লো এসে
ওহে কিষাণ ভাই
তোমার মেয়ে রূপবতী
বিয়ে করতে চাই।
ভয়ে কিষাণ বল্লো তারে
পরদিন এসো ভাই
মেয়ে আমার রাজি কিনা
জিজ্ঞেস করতে চাই।
সিংহ বল্লো ঠিক আছে ভাই
এখন তবে যাই
আবার কাল আসবো আমি
জবাব কিন্তু চাই।
পরের দিন ঐ সিংহ এলে
কিষাণ হেসে কয়
তোমার দাঁত আর নখর দেখে
পাচ্ছে মেয়ে ভয়।
যদি তুমি দাঁত আর নখর
তুলে ফেলে দাও
মেয়ে আমার করবে বিয়ে
নিশ্চয়তা নাও।
প্রেমিক সিংহ বল্লো হেসে
এ- তো কিছু নয়
জীবন দিতেও রাজি আছি
করিনাতো ভয়।
বনে গিয়ে ফিরে এলো
দাঁত নখর তুলে
ভাবলো এবার দেবে বিয়ে
রূপবতীকে।
টোপরপরা সিংহ এবার
বল্লো কিষাণ ভাই
বৌ সাজিয়ে আনো মেয়ে
বিয়ে সারতে চাই।
কিষাণ এবার লাঠি দিয়ে
মারলো দু'খান ঘা
মারের চোটে সিংহের এবার
ভাঙলো একখান পা।
টোপর ফেলে লেজুড় গুঁজে
বল্লো সিংহ রাজ
বিয়ের খায়েশ মিটে গেছে
মাফ করো ভাই আজ।
মাহমুদ লতিফ
২১/০৮/২০২০
** অন্ধভাবে বিশ্বাস করতে নেই।