মামা ডাকে মুরগীর দল
শিয়াল বলে, করিসনে ছল।
ধরবো সুযোগ পেলে
তোদের সাথে খেলে।
মিঠাই মন্ডা যাই দিস
করিস যত ফিস ফিস।
নাহি হবে লাভ
যতই করিস ভাব।
এক নিমিষেই করবো সাবার
যদি না জুটে জলখাবার।
যতই ডাকিস মামা
খাওন হবেনা থামা।