কখনো মিথ্যা বলো না
মিথ্যা যে সকল পাপের মা।
নেক কাজ ছেড়ে নামাজ পড়ো
দাড়ি টুপি লেবাস ধরো
ধর্মে কর্মে মিল না হলে
সিদ্ধি হবে না
মিথ্যা যে সকল পাপের মা।
সুন্দর কথায় মিথ্যা বলা
বোঝেনা কেউ ছলাকলা
তুমি ভাবো মনের কথা
আল্লাহ বোঝে না
মিথ্যা যে সকল পাপের মা।
তুমি কি ভেবে দেখো না
নিজের সাথেই যে ছলনা
আমলনামা খায় যে ঘুণে
সে কি অজানা
মিথ্যা যে সকল পাপের মা।
মাহমুদ লতিফ