মরীচিকা
টাকার পিছু ঊর্ধ্বশ্বাসে ছুটছো তুমি ভাই
আমার কথা শুনার লাগি তোমার সময় নাই।
টাকা টাকা করে তুমি জীবন করছো ছাই
টাকাই জীবন এমন কথা কোথাও লিখা নাই।
টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারা যায়?
তবু মানুষ তার পেছনে ঊর্ধ্বশ্বাসে ধায়।
দিবা নিশি ফন্দি করে কামাও কত টাকা
ঘুষ, চুরি, টেন্ডারবাজি, ব্যাংক করে ফাঁকা।
টাকা দিয়ে কিনবে জমি, বিবি, বালাখানা
গাড়ি, বাড়ি, রাজনীতিতে ঢালতে নেই মানা।
ঝোলা পুরে অহং করে ব্যাংকে টাকা রাখো
স্যুট বুট, জুতা পড়ে সেন্ট, পাউডার মাখো।
মাটির উপর বেঁচে আছো তুমি যতোদিন
টাকার মোহে বুদ হয়ে নাচবে তা ধীন ধীন।
হঠাৎ মৃত্যু এসে বলবে চল এবার যাই
পড়ে রবে মাটির পরে টাকা আনা পাই।