জন্মশতবর্ষ উপলক্ষে জাতির পিতার স্মরণে কবিতা -
চলো মোরা সবে গাই গান
জানাতে পিতারে সম্মান
জাতির পিতা বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।
শরণে যে বারবার জাগে
শত বছর সেই আগে
টুঙ্গীপাড়ায় জন্মেছিল
মাটির সেরা সন্তান।
শত শত বছর ধরে
ছিলাম বন্দী নিজ ঘরে
স্বাধীন করেছেন আমাদের
বীর নেতা সুমহান।
তিনি মোদের করেছেন দান
তাঁর মৃতুঞ্জয়ী মহাপ্রাণ
বাঁচি আজ বাঙালি হয়ে
নিয়ে আপন সম্মান।
ভেবে দেখোনা এক দন্ড
পেয়েছি স্বাধীন ভূখণ্ড
তাঁর রক্তে পূত হয়েছে
মোদের এই জন্মস্থান।