মানুষ

মোরা তো আশরাফুল মখলুকাত
এ নহে ভাই কোনো ঝুট বাত।
কেন করি হানাহানি লয়ে মিথ্যা জাত-পাত
ধ্বংস করেছি মানুষ বসতি ঘটায়ে রক্তপাত।
কাটিয়া দেখ শিরা-উপশিরা সকলেই যে এক মোরা
তবু নই পাশাপাশি হৃদয়ে ধরেছে জরা।
আমরা সকলেই মানুষ নেই মোদের কোনো জাত
গড়েছেন বিধাতা করিয়া আশরাফুল কথা একদম নিখাদ।
মানুষের মাঝে মানুষ আমরা নহে কেউ ছোট-বড়
এ কথাই লেখা আছে ধর্ম কিতাবে যতই সংস্কার ধর।
ইঞ্জিল কোরান বাইবেল গীতা যা-ই তুমি হাতে লও
দেখিবে সেথায় লিখা আছে পাতায় মানুষ তুমি হও।
ধর্মের নামে করেছো বাড়াবাড়ি মানুষ মেরেছো শত
আমলে তোমার জুটে নাই কিছু পাপ জমেছে কত।
এ সুন্দর ভূবন করেছেন সৃজন আরশে আসীন যিনি
মানুষেরে ভালোবাসো তুমি মানুষ বানায়েছেন তিনি।