রাস্তায় পার্কে মাঠে  পথশিশুরা সারাদিন ঘুরে ঘুরে  হাঁটে
উপোস কিংবা আধপেটা থেকেই তাদের সারাটা জীবন কাটে।
কুড়োয় সারাদিন পাতা পলিথিন  বোতল ঠোঙ্গা ছেড়া কাগজ  
কে খবর রাখে? আছে যদিও তাদের কারো মেধা উর্বর মগজ।
একমুঠো ভাত ডালের জন্য করে তারা ডাস্টবিনের ময়লা সাফাই
টোকানো জিনিস বেচে করে তারা অতি নগন্য কিছু কামাই।
যে সময় তারা করতো খেলা আর যেত বই নিয়ে ইস্কুলে
সে সময় জীবন সংগ্রামে নেমেছে, আছে তারা সব  ভুলে।
আমরা তাদের পথকলি বলে কথার ফানুশ উড়াই কিছুক্ষণ
তাদের মাঝেই আছে ঘুমিয়ে রবি নজরুল আইনেস্টাইন নিউটন।
সমাজের সামর্থবানেরা করতেন যদি সঠিক ব্যবস্থা  কিছু
যুগ যুগ ধরে বঞ্চিত এ পথশিশুরা রয়ে যেতোনা পিছু।
আগামী প্রজন্মের পথশিশুদের রেখে বঞ্চিত করে ভাই
সভ্য হয়েছি মোরা এ কথাটি বলে লজ্জা পেতে না চাই।

২৫/০৯/২০২০