আমি ছিলাম ছাই-পোষা নিমক-হালাল কেরানি
একটু ভুলেই খেতাম শুধু বাবুর বাক-ঠেঙ্গানি।
অফিসের কাজে ছিল মোর হাজার পেরেশানি
রুমে রুমে ফাইল নিয়ে তো চলতো দৌড়ানি ।
দু-একটা ফাইলে যদি লিখতাম খুব কড়া
বড়বাবুর মেজাজ সেদিন হতো বেজায় চড়া।
বলতো ডেকে তোমার মতো গাধা দেখি নাই
একটু সদয় হলে পেতে দু-চার আনা পাই।
এটা বুঝতে ঘটে তোমার বুদ্ধি -শুদ্ধি নাই
প্রোমোশনের আশায় তাই মিলছে কেবল ছাই।
রেলগাড়ির মতো করে চলবে সকল নথি
দু-চার টাকা পেলেই না বাড়বে কাজের গতি।
এটা তোমার বুঝতে যদি লাগে এতদিন
এই চেয়ারে তোমার মতো রবে না কেউ আসীন।
বলতাম আমি হেসে হেসে এ তো কঠিন কাজ
টাকার কাছে বিক্রি হতে পাই যে বড়ো লাজ।
এভাবেই বাবুর সাথে চলতো ঠোকাঠুকি
ছলে কৌশলে বাবু আমায় করতো বকাবকি।
একদিন হাতে পেলাম নোটিশ কর্তৃপক্ষ হতে
আমি নাকি সাধু চোর বড়বাবুর মতে।
অফিসেতে এমন চাকুরে কোন দরকার নাই
তাতেই নাকি বাঁচবে অফিসের দু-চার আনা পাই।
ছিঁচকে পুঁচকে মারতে চলবে ঢালাও অপারেশন
এভাবেই নাকি বন্ধ হবে সকল করাপশন।