মা বলে বাবা ভোলারে
থলে নিয়ে যা বাজারে
আনিস লাউ কুমড়ো কাঁচারে
ডিম ভরা দুটো খাঁচারে।
লাগবে লংকা তেল আচারে
রুটি বানাতে আটারে
আনিসনে গো রুই পচারে
একটু কষ্ট কর না বাছারে।
এনেছিস পচা রুই হায়রে
আজকাল কেউ ওটা খায়রে
ফেলে দিয়ে আয় বাজারে
হাড় গুড়ো করবো মাইরে।
তেলেতো দেখি ঝাঁঝ নাইরে
পোকা ভরা যে আটারে
দুটো মুরগি দেখি খোঁড়ারে
দারুচিনি অর্জুন ছালরে।
কাঁদিসনে রে ভোলা ফুকরে
দোকানিরা যে চাতুরে
বোকা বানালো ভোলারে
ভেজালে বাজার পুরারে।