যখন আমি থাকবো না
আমায় তুমি খুঁজবে
স্মৃতির পাতা খুলে তুমি
দুটি আঁখি মুছবে।
কিছু কথা মনে করে
পড়বে তুমি মুষড়ে
বসনখানা বুকে ধরে
কেঁদে উঠবে ডুকরে ।
একা ঘরে শুয়ে তুমি
ঘুমের ঘোরে দেখবে
শিয়র পাশে বসে আছি
হাত দুখানা ধরবে।
স্বপন দেখে জেগে উঠে
চোখ দুখানা মুছবে
ভাববে বসে একা রাতে
আবার কখন আসবে।
আলতো করে ছুঁয়ে তুমি
বালিশ খানা মুড়বে
এই তো বুঝি হেসে উঠে
বদন খানা ধরবে।
মুয়াজ্জিনের আযান শুনে
নামাজ যখন পড়বে
হঠাৎ তোমার মনে হবে
এই তো এসে বসবে।
সকাল বেলা প্রাতরাশে
একা বসে থাকবে
সন্ধ্যা বেলা দুয়ার ঠেলে
ভাববে কখন আসবে।
ভেবে ভেবে কেঁদে কেঁদে
আঁখি জলে ভরবে
আমার আশায় বসে বসে
অন্ত জীবন কাটবে।
---------