মাথা আমার ঘুরছে বিষম বুঝতে পারছিনা
এদিক সেদিক জিজ্ঞেস করেও উত্তর মিলছেনা।
যতই বলি হাসপাতালে ডাক্তার কেন নাই
সবাই বলে চুপ করেন ভাই প্রশ্ন করেন ছাই।
শ্বাসটা আমার ওঠে-নামে ভেন্টিলেটর চাই
সবাই বলে সবুর করেন ভেন্টিলেটর নাই।
আচ্ছা তবে দাও আমারে হাওয়ার সিলিন্ডার
সবাই বলে উধাও ওটা যাননা চলে বাজার।
পাবেন ওটা বাজারেতে বেচে ত্রিশ হাজার
বলেন কী ভাই! এত্তো দামে! ডাকাত দোকানদার।
হাওয়া বেচেই ডাকাতগুলো হচ্ছে বড়লোক
কারো মধ্যে নাই কি রহম, দেখার নাই কি লোক?
আচ্ছা, তবে টেস্ট কর না রোগটা আমার কী
সবাই বলে লাইনে দাঁড়ান, কান্ড এলাহী!
হার্টটা আমার নিভুনিভু রিপোর্ট পাবো কবে?
সবাই বলে ফালতু বকেন সিরিয়ালি হবে।
যতই বলি এত্তো দিন কি বেঁচে রবো ভাই
সবাই বলে পাবেন রিপোর্ট মরেও যদি যাই।
হায়! হায় রে! বলে কী রে ভাই! চলছে এসব কী?
সবাই বলে বুঝেন না তো বিজনেস মানে কী।

মাহমুদ লতিফ
১৩.৬.২০২০