গরুর হাট
গরুর হাটে যাইয়া দেখি
গরুর দেখা নাই
দেখার লাইগা রাখছে বাইন্দা
মরা গোছের গাই।
তাজা গরু হাওয়া হইছে
ফরিয়ারা লুকায় রাখছে
চার-পাঁচগুণ দাম হাঁকে তারা
শুকনা বাছুর ভাই
বাঁশের লগে রাখছে বাইন্দা
মরা গোছের গাই।
গরু ছাইড়া কিনবেন ছাগল
দাম শুইনা হইবেন পাগল
গরুর দামে পাইবেন ছাগি
ছোট্ট শুকনা ভাই
শুকনা একখান রাখছে বাইন্দা
মরা গোছের গাই।
মাহমুদ লতিফ