ও রে দুষ্ট ছেলে কান দিবো মলে
অংকে পেলি জিরো ইংরেজিতে তেরো
বাংলায় বিশ আর ইতিহাসে ত্রিশ
যদি করিস আবার ভুল আসিসনে আর ইস্কুল
নিবো ছিড়ে এবার চুল দিবি ব্যাটা চড়া মাশুল
বেশী করে অংক কষ ইংরেজিতে মাথা ঘষ
না হলে রে হবে ধ্বস খাতা কাটবো যে খচাখচ্‌
করেছিস ফেল বারবার এ নিয়ে ছ’বার
লিখিস যা, নেই মাথামুণ্ড পাচ্ছিস শুধু অণ্ড
এবার যদি করিস ফেল ভাববো নেই আক্কেল
কাঁদবে না মোর দেল মাথায় ভাঙিস নারকেল
আছে তোর অনেক চেলা আড্ডা মেরে কাটাস বেলা
আম চুরি লিচু চুরি মাঠে যেয়ে উড়াস ঘুড়ি
মাথায় মাখিস সরিষা তেল চেঁচে মাথা রাখিস বেল
উধাও হয়ে কোথায় যাস বাইরে কাটাস হপ্তা মাস
সময় তোর খেলেই কাটে ঘুরিস ফিরিস মাঠে ঘাটে
এবার কিন্তু করিসনে ফেল দুঃখে মা করবেন হার্টফেল।