একটু যদি তুমি
ভালোবাসি বলো
ঊষর মনে জ্বলবে তবে
একটু আশার আলো।
একটু যদি তুমি
হাত দুখানা ধরো
চিত্ত খানা দুলে দুলে
হবে পড়োপড়ো।
একটু যদি তুমি
বসো আমার কাছে
দুঃখ আমার রইবে না আর
ঝরে যাবে পাছে।
একটু যদি তুমি
আমায় দেখে হাসো
বুঝবো আমি মনে মনে
আমায় ভালোবাস।
একটু যদি তুমি
সুখের অশ্রু ফেলো
ভাববো তোমার অনুরাগে
জীবন ধন্য হলো।