এই বাটা করলি কী রে
ধুতি যে দিলি ছিঁড়ে
ধুতিটা কিনেছি কাল
ছিঁড়ে তুই করলি নাকাল
বেতালে সাইকেল চালাছ
চাপা দিয়ে করতি খালাস
পালাচ্ছিস কোথায়, দাম দে
মেরে নাক ফাটাবো রে
ধুতির দাম দু'শ টাকা
তাতে ঢোকালি চাকা
বেয়াদব পান্ডা রাস্কেল
ভেঙে ফেলবো তোর সাইকেল
মাপ চাই গো বাবু, দাঁড়ান
দাম দিয়ে দিচ্ছি, খাড়ান
দু'শ টাকা দাম নেন
ধুতি খুলে হাতে দেন
ধুতিটা এখন আমার
ওটা নয় এখন আপনার
ফেরত চাইলে আছে উপায়
বেঁঁচবো ধুতি পাঁচ'শ টাকায়।