বাঘ শেয়াল গাধা, ঘুরে সারাদিন
করল শিকার, একটা চিত্রল হরিণ।
বাঘ বলল গাধা, কর ন্যায্য ভাগ
মন তোমার সাদা, করবো না রাগ।
গাধা করল ভাগ, তিনটা-ই সমান
রেগে ওঠে বাঘ, গাধার নিল জান।
বাঘ বলল এবার, কর ন্যায্য ভাগ
ও হে শেয়াল ভাই, করবো না রাগ।
শেয়াল করল ভাগ ,দিল সিংহভাগ
হল বাঘ খুশি, করলো না সে রাগ।
বাঘ বলল এবার, শিখলে কেমনে এ কাম
শেয়াল বলল হেসে, দেখে গাধার পরিণাম।