বরষন

গগনে মেঘজাল পাখিদের নাই দেখা
জলে ডুবে মুছে গেছে ওই দূরে সব রেখা
মাথাল মাথায় কিষাণ একাকী আছে বসে
যদি তটে আবার তরী ফিরে আসে
গগনে দেয়া ডাকে করে আবাহন
এখনি হইবে ঘন বরষন।
ওই দূর বনে ভেজা সমীরণে
পাতাগুলো কেঁপে ওঠে ভারী গরজনে
গগনে পড়েছে যেন কালো আভরণ
এখনি নামিবে ঘন বরষন।
গবী লয়ে ছুটিছে রাখালেরা বাটি
ভেজা গায়ে সেঁটে আছে পরনের ধটি
আমি ঘরে বসে করি শাওন রসন
এখনি হইল শুরু ঘন বরষন।
সাদা জল এঁকেবেঁকে কোথা চলে যায়
মেঠো পথে কাদা জলে পথিকেরা ধায়
চালেতে জল পরি উঠেছে রনরন
এখনি নামিবে ফের ঘন বরষন।
দূর নদী ধারে ঘন কাশ বন
মেখেছে শরীরে সাদা কালো রং
হৃদয় হইয়া ওঠে অতি আনমন
ঝরিছে অবিরত ঘন বরষন।
আরো দূরে দেখা যায় জল ঘেরা ঘর
ঘোর ধরায় চোখে ফোটার তড়তড়
কদম কুঞ্চিত হীমে করে সিঞ্চন
শাওন এসেছে ফিরে লয়ে বরষন।

-মাহমুদ লতিফ