বড় বাবু
অফিসের বড় বস ফাইল কাটে খচাখচ
হেঁটে চলে মচমচ টাকা গুণে কচকচ।
ঘুরেফিরে দিলদার নামকরা ঠিকাদার
ফাইলটা করে পার গুঁজে নোট দু’চার।
দরজায় বারে বারে পিয়নে উঁকি মারে
বড় বাবু কি করে পকেটে নোট ভরে।
সকালে ঘুম সারে বিকেলে নথি ধরে
পকেটটা ভার করে বিকেলে বাড়ি ফেরে।
বড় ছেলে ফেল করে ঘরে বসে ডিম পাড়ে
পকেটে নোট ভরে ছোট ছেলে ঘুরেফিরে।
বড় বাবুর চেম্বারে টিকটিকি উঁকি মারে
ধরতে যদি পারে চালান দিবে তারে।
একদিন বিকেলে বড় বাবু হেলেফেলে
নোটগুলো গুঁজে ফেলে নথিটার তলে ফেলে।
টিকটিকি হাত মেলে বাবুকে ধরে বলে,
‘তুমি বেটা খাও তলে, পঁচো গিয়ে বড় জেলে।’