বদঅভ্যাস

এক মাতাল করতো পছন্দ মদ পান করতে
কাজ ফেলে মদ গিলে চুর হয়ে থাকতে।
এটা ছিলো বদঅভ্যাস নয় অন্য কারণ
বোতলেতে মদ চাই শুনতো না বারণ।
মদপানে তার মুখে হত কটু গন্ধ
তা নিয়ে তার সাথে চলতো গিন্নির দ্বন্দ্ব।
ধীরে ধীরে বদঅভ্যাস করেছিল রপ্ত
বকাঝকা করলেই হয়ে যেত ক্ষিপ্ত।
অনেক ভেবে গিন্নি ঠিক করে বুদ্ধি
রেখে আসবে কবরে হয় যদি শুদ্ধি।
একদিন চুর হলে নিলো টেনে কবরে
পড়েছিল মাতালটা নির্জন গহবরে।
মাতালের হুশ হলে ডাকে তারে গিন্নি
মাতালটা বলে ওঠে তুমি গিন্নি ধন্যি।
বলে গিন্নি নিয়ে আসি মৃতদের জন্য
থালা ভরে ভাত ডাল মৃতদের অন্ন।
মাতালটা বলে ওঠে খাবার তো চাই না
দয়া করে এক বোতল মদ এনে দাও না।
মাতালটা দিন দিন হয়েছে আরো নষ্ট
বদঅভ্যাস গেড়ে গেলে দূর করা কষ্ট।