টাইগাররা ভারতের বিপক্ষে দিল্লিতে ১ম টি২০ - তে জয় পাওয়ায়...
দু'পাশে দাঁড়িয়ে দুজন ক্রিকেটার
মারছে উড়িয়ে বাউন্ডারি সিক্সার
আছে টিকে ভোলা-ভুতা জুটি
ধরেছে ব্যাট শক্ত করে মুঠি
পা বাড়িয়ে ভুতা মারছে ড্রাইভ
ব্যাট চালায় যেন ইন্ডিজের ক্লাইভ
ঘুরিয়ে কব্জি ভোলা মারে চার
ফিল্ডার দৌঁড়ে তবু বাউন্ডারি পার
শেষ বলে প্রয়োজন একটা ছয়
মেরেছে ছক্কা ভোলা ওয়ান্ডার বয়
হলো মুক্ত বুকের ভার
ভোলা-ভুতা সেরা অলরাউন্ডার।