দেখে মৃত্যুর ঢল,অচল মনে
বাজাই বাঁশি প্রতিবাদের,
কঠোর হাতে,নিষ্ঠুর আঘাতে
মোরা হই জর্জর।
তবু থামে না ঘুরে দাঁড়ানোর পালা
মৃত্যুকে বুকে ধরে সাড়া জাগানোর পালা,
মোরা নই কাপুরুষ,অসমঝদার,
মোরা বাংলার মানুষ,বাংলার সন্তান,
বাংলার পাহারাদার।
মোরা শত্রুর মুখে কভু করি নাকো সমর্পণ,
মৃত্যু চোখের সম্মুখে থাকিলেও মোরা নির্ভয়
মোরা অজয়,মোরা আত্মবিশ্বাসের গ্লানি,
মোরা মৃত্যুর সাথে খেলিয়া ছিনিয়া নিবো জয়।