জীবনের দাম কত,
জীবন তো সস্তা,
কারো জাতের কৌলীন্য,
আর আজন্মার পরিচয়হীনতা,
পৃথিবীতে নাকি সাতশো কোটি মানুষ
মানুষ তো অনেক,
যা এত সুলভ তা সস্তা বৈ আর কি।
কেউ মারা যায় রাস্তায় পিষে,
কেউ ঋণের বোঝায় তিলে তিলে
কারো আবার অসহায় আত্মসমর্পণ আত্মহত্যা,
নিষ্পাপ শিশুটি টুকরো টুকরো হয়ে মাটিতে মিলে।
জীবনের মূল্য আছে?
জীবন আর একটি পণ্য নয় তো?
জীবনের তাৎপর্য আছে?
জীবন এখন ফাঁপা দর্শন নয় তো?