আমি আছি দিব্যি আছি
ওরা আর নেই
একঘেয়ে জীবনে ওরা তেজ নিয়ে এসেছিলো
ওরা আর নেই
অন্যায়ের নর্দমায় বৃষ্টির জল নেমেছিলো
ওরা আর নেই
মাথায় করে পথ দেখছিল
ওরা আর নেই
মাথা পেতে বুলেট নিয়েছিলো
ওরা আর নেই
সব ছেড়ে বিলিয়ে দিয়েছিলো
ওরা আর নেই
স্বপ্ন দেখিয়ে বীরের বেশে
ওরা আর নেই
চলে গেলো হীরের দেশে
ওরা আর নেই

থেকে গেলাম বেঁচে গেলাম
মন আর নেই
বিষাক্ত ধোঁয়া সয়ে গেলো
মন আর নেই

হয়তো অধিকার পেয়েও যাবো
ওরা আর নেই
হয়তো ন্যায়ের সূর্যও দেখি
ওরা আর নেই
আছে শুধু স্মৃতিমাখা তেজ,
বিদ্রোহ,
প্রতিবাদ,
ক্লান্তি,
শোক,
কষ্ট,
হারানোর বেদনা,
আর চোখের জল।