আমি এখনো বসে আছি বেতের চেয়ারে,
অন্ধকার আচ্ছন্ন সন্ধ্যায়,
আমি এখনো চেয়ে আছি পথে,
ছায়ার অপেক্ষায়।
আমি এখনো শীতের শিশিরের
শীতলতা আমার দেহে মাখি,
আমি এখনো সেই উষ্ণ হাত দুটোর,
অপেক্ষায় খুলি আঁখি।
আমি এখনো ভোরের সূর্যকে গ্রহণ করি,
উষ্ণতার সেই পুলকতা,
আমি এখনো তোমার ঘৃণায় জাগি,
সেদিনের সেই কুটিলতা।
আমি এখনো বিশ্বাসের শ্বাস কে শ্বাসরুদ্ধ করি,
আশের আঁশ কে কারারুদ্ধ করি,
আলোর ছায়াকে অন্ধকারে রেখে,
আমি এখনো রাত জাগি।