ওই যে দেখো এতো তারা
হরেক কিসিমের আলো
ঐ যে দেখো চাঁদ মামা
দেখতে কতো ভালো।
ঐ যে বিস্তীর্ণ মহাকাশ
কি ভীষণ সৃষ্টি ধ্বংসে মশগুল
ঐ যে দেখো রাগী সূর্য
মোলায়েম আলোর মূল।
ঐ যে দেখো বিশাল নক্ষত্র
আয়ু অনেক বেশি
এই যে দেখো আমরা
কিসের রেষারেষি।
তারা চাঁদ নক্ষত্র গুলো কাজ করছে আপন মনে
অতীব দায়িত্ব নিয়ে
হিংসা,ঘেন্নার জায়গা নেই
বাঁচছে সেবা দিয়ে।
এই যে মানুষ
আত্মাও আছে,
ব্যস্ত কেনো
উচ্চ আশে।
এই যে মানুষ বলতেও জানে
বলে আবোল তাবোল
মুখের যত কার্যকারিতা
ক্ষয়ে অপচয়ে দুর্বল।
এই যে মানুষ দেখতেও জানে
দেয় না কোনো মনোযোগ
তাকিয়ে থাকে অর্থের পানে
বাঁধিয়ে ফেলে গোলযোগ।
এই যে মানুষ
এমনি তারা,করবে না ভালো যা
শুধু দেখবে তারাগুলো
শিখবে না ভালো যা।
হায় রে মানুষ,আমরাই মানুষ
এতো বিশৃংখল
অথচ যখন প্রকৃতি দেখি
হয়ে রই বিহ্বল।
এই যে মুগ্ধতা এটাই মানুষ
আসল মানুষ তাই
যার মধ্যেই লুকিয়ে আছে
ভবিষ্যতের ঠাঁই।