সবই ভালো,মন্দ ভালো,সব ভালোই মন্দ
এত ভাবি তবু মিটে না
ভালো মন্দের দ্বন্দ্ব।
যাই ভালো তাই মন্দ
শুধু পরিমাণের হের ফের,
ভালোর দিকে দেখে থাকি,
মন্দের প্রতি অন্ধ।
ভালো জীবন মন্দ জীবন
ভালো জীবনই মন্দ
মন্দ জীবনের ভালোও আছে
জীবন ভালো মন্দের ছন্দ।
অমৃত ভালো,খুবই ভালো
বিষ কেনো মন্দ?
ব্যবহারের পরিপ্রেক্ষিতেই
ভালো মন্দের দ্বন্দ্ব।
আলো ভালো খুবই ভালো
অন্ধকার কেনো মন্দ?
উভয়েরই প্রয়োজন আছে
ভালো মন্দের দ্বন্দ্ব।
কম ভালো,বেশিও ভালো
ভালো আবার মন্দ
সময় যায় সময় আসে
মিটে না ভালো মন্দের দ্বন্দ্ব।