নিজের কথা নিজেই বলি
নিজেই হাসি নিজেই মরি
পথঘাটে লাশ দেখি আর
নিজেই হাসি নিজেই মরি।
আমি তো অনাথ পথশিশু
নেই কেউ দেখবার
মরলেও মরি এমন মরি
নেই কেউ দেখবার।
কিন্তু ওরা তো এলো অধিকার নিয়ে
পরিবার ছেড়ে,মিথ্যে বলে
ওদের দেখার মানুষ ছিলো
মা ছিলো,বাবা ছিলো
তবু কেনো মারলে ওদের?
দিলে এমন মউত।
আমি না হয় খেয়ে না খেয়ে
বেঁচে থাকবো,জেগে থাকবো
কিন্তু ওদের স্বপ্ন গুলো চিরতরে
ওদের নিয়ে ঘুমিয়ে গেলো।