সমাজের সামাজিকতা সভ্যের সভ্যতা
বুঝি না আমি
আমি বর্বর মানব জনম
বুঝি না ভণ্ডামি।
কুটিলের চতুর কথা আর হাস্যভরা চাহনি
বুঝি না আমি
আমি নরাধম চরম অজ্ঞ
বুঝি না ভণ্ডামি।

ক্ষমতার মহ কিংবা সম্পদের ঝংকার
বুঝি না আমি
আমি ভিক্ষুক পথের প্রবাসী
বুঝি না ভণ্ডামি।
মুক্তির মিথ্যে শান্তির মিথ্যে
বুঝি না আমি
আমি মুক বধির অন্ধ
বুঝি না ভণ্ডামি।