আমরা শিকারী বাঘ
সফলতা যেনো চঞ্চল হরিণ
আমাদের লোলুপ দৃষ্টি বুঝে
যেনো দেয় লাফ পালিয়ে
এথো মেথো পথে।

মরবে অনাহারে হরিণ ছানা
করুণ ভাবে নিভে নিভে
তবু আসবে না আমাদের উদরে
আমরা যেনো শিকারী বাঘ।
চঞ্চল পায়ে ক্ষিপ্র বেগে
নাচিয়ে বেড়ায় এদিক ওদিক
ওরে আমরা নিতে চাই সফলতার স্বাদ
সফলতা যেনো চঞ্চল হরিণ।

বাঘ অভুক্ত হলে শিকারী নয়
খুনি বনে যায়
সফলতার খাদ্য গিলবে বলে
নিজের বিবেক গিলে ফেলে।

তখন হরিণ আর মানুষে তফাত বোঝে না
ওরে আমরা যেনো অভুক্ত বাঘ
নৈতিকতা বিবর্জিত নিষ্ঠুর অত্যাচারী
ওরে সফলতা গিলবো বলে বিবেক গিলে ফেলি।