মৃত্যু-
শহিদ-
দাম বেড়ে যায়,
সবাই বলে সে মহান ছিলো!
মৃত্যু-
সব ভুলিয়ে দেয়া হয়,
ইতিহাস কি যে ছিলো।
মৃত্যু-
প্রশ্ন যখন গুরুত্বের বিষয় নয়
গটবাঁধা উত্তর সব।
মৃত্যু-
সত্যকে পাশ কাটিয়ে
মিথ্যার জয় জয়কার।
মৃত্যু-
মৃতের প্রতি ট্রিবিউট
অসংখ্য আবগে,
লক্ষভ্রষ্ট ট্রিবিউটে শহিদের অপমান।
মৃত্যু-
মৃতের আদর্শ
যখন কনসার্টের ব্যঞ্জনায় হারিয়ে যায়!
মৃত্যু-
কান্না যখন হাসির,
এমনকি অট্টহাসির জায়গা নেয়!
মৃত্যু-
বাস্তব যখন কল্পনায় মিশে,
কল্পনাই বাস্তব মনে করা হয়!
মৃত্যু-
যখন তার কথার সাথে জোর করে ফুলস্টপ লাগিয়ে দেয়া হয়!
মৃত্যু-
যখন তার শেষ আর্তনাদ ঘরের বাইরে আসে না,
হ্যাঁ মৃত্যুই তো,
লঘিষ্ঠ গরিষ্ঠের,ভালো মন্দের,সত্য মিথ্যার পার্থক্যের!