এ ঈদ তোমার নয়
হাসান মাহমুদ
রোজা রাখোনি নামাজও পড়োনি
ধর্মীয় নিয়মে করোনি ইবাদাত,
কামিয়েছো সম্পদ বিধান না মেনেই
তার হিসাব করে দাওনি যাকাত।
বিলাসিতায় মত্ত রেখেছো নিজেকে
প্রতিবেশীর দিকে দেখনি চেয়ে,
তৃষ্ণাঊ অনাহারীর কষ্ট বুঝবে কেমনে
ভালোমন্দ তিন বেলাতেই খেয়ে।
দরিদ্র প্রতিবেশী পুষেছে ক্ষুধার যন্ত্রনা
চিকিৎসাহীনে মরেছে প্রিয় সজন,
অসহায় হয়েছে তোমার সাধ্যের ধারস্থ
তাদের প্রাপ্যটুকু করোনি বন্টন।
দুনিয়ার মোহে হয়েছো অন্ধ বধির
সত্যের বার্তায় দাওনি কান,
মুসলিম নাম ধারণে করছো উপহাস
সর্বত্রেই লংঘন ধর্মের বিধান।
ঈদের চাঁদে কিসের এতো অপেক্ষা
কি আনন্দে বাঁধতে চাও হৃদয়,
রমজানের হক যে জন করনি আদায়
জেনে রেখো,ঈদ তার তরে নয়।
রাত: ১১:৪০:০০
০৫ মে ২০২১