ক্ষুদ্র জীবন
হাসান মাহমুদ
মুষ্টিবদ্ধ স্বপ্নগুলো এখনো চমকায়নি
জীবন খুঁজে পায়নি সুনির্দিষ্ট পথ,
আসান্নিত নয়ন আলপনা আঁকে শূন্য গগনে
চঞ্চল পদযুগল হয়নি বিন্দু ক্লান্ত।
তবুও সময়ের বুক মারিয়ে
জীবন হারিয়ে ফেলছে তার নৈপুণ্যতা,
নতুন নতুন সব ব্যস্ততা
নতুন সব দায়িত্বভার বহন করে
বার্ধক্যের চিহ্ন ফুটে উঠছে
কোকিল কালো পাটি কেশের ফাঁকে ফাঁকে,
মজ্জা শুকিয়ে হাড়গুলো হয়ে যাচ্ছে কমজোর।
অথচ বিরহী ভাবনার গলা জড়িয়ে
আজো গ্রহণ হয়নি জীবনের স্বাদ।
মুঠোভরা স্বপ্ন সাজানোর নকশা আঁকতে আঁকতে
আজো হাত মেলে দেখাই হলো না স্বপ্নের রঙ,
নেওয়া হয়নি তার ঘ্রাণ।
তবুও সমাধীর মাটির গন্ধে দগ্ধ হৃদয়
বিদায়ী বাণীর আহ্বানে আঁতকে উঠি বারবার
জীবনের অধ্যায় শুরুই হলো না
অথচ বেজে উঠেছে ছুটির ঘন্টা,
অসংখ্য অপূর্ণ সব স্বপ্ন দিয়ে
শুধু বুনে গেলাম আকাঙ্ক্ষার সুদীর্ঘ মালা
যা কখনোই কারো জানা হলো না
রাত ১২:২৯
১৭ /০৪/২০২২