ভুল ভাবনা
হাসান মাহমুদ

আমি জীবনকে গল্প ভেবে
সাজাতে চেয়েছিলাম নিজের মত করে,
অথচ নিষ্ঠুর বাস্তবতা
মূহুর্তেই সব নিশ্চিহ্ন করে দিল পুড়ে।

আমি জীবনকে কবিতা ভেবে
সাজিয়েছিলাম নির্বাচিত কাব্যিক ছন্দে,
অথচ ব্যর্থতার শীতল দাবানল
ধ্বংসলীলা চালিয়ে গেলো মহানন্দে।

আমি জীবনকে কাগজ ভেবে
শখের রঙে আল্পনা এঁকেছি ইচ্ছে মত,
অথচ নয়ন ঝরা অশ্রুতে
সেই শখের রং ধুয়ে নিয়ে গেল অবিরত।

আমি জীবনকে সাগর ভেবে
সাজিয়েছিলাম অসীম উচ্ছ্বাসি তরঙ্গে,
অথচ নদীর মত দু কূল ভেঙে
চির বন্দি হয়ে আছি গল্পকথার সঙ্গে।

আমি জীবনকে ফুল ভেবে
সুভাষ ছড়াতে খুঁজেছি একটি স্নিগ্ধ ভোর,
কখনো পাইনি শিশির ছোঁয়া
বারবার শুধুই শুষেছে আমায় তপ্ত দুপুর।

আমি জীবনকে আকাশ ভেবে
উদারতার দৃষ্টান্ত হতে চেয়েছি সবার তরে,
নিয়তির অখণ্ডনীয় চক্র
বিষাদী নীলে নীলে বসন্ত দিয়েছে ভরে।

আমি জীবনকে চির সজীব ভেবে
হিসেব কষিনি কখনো প্রবাহিত সময়ের,
হঠাৎ এসে গেছে অগ্নি ফাগুন
প্রস্তুতিটাও নিতে পারিনি আমি অন্তিমের।


রাত: ০৯:৪৭:০০
১৬ই সেপ্টেম্বর ২০২১