এটাই নিয়ম
হাসান মাহমুদ
অতি সুখে হারায় মনুষত্ব
কষ্টে খুলে বিবেকের চোখ,
অপকর্মে কেড়ে নেয় নিদ্রা
অতৃপ্ততায় বাড়ে অসুখ।
অতি প্রেম করে দিবে অন্ধ
তোষামুদে হারাবে আত্মমর্যাদা,
চাটুকার হবেই স্বার্থান্বেষী
আড়ালে ছুড়বে মিথ্যে কাঁদা।
ক্রোধান্বিত বিবেক করে ভুল
আমিত্ব উপহার দিবে অপমান,
উদারতায় পাবে আত্মতৃপ্তি
সততায় বাড়িয়ে দিবে সম্মান।
অন্যকে তাচ্ছিল্যে হবে ছোট
বড় করে দেখলে হবে মহীয়ান,
সম্পদ মানবকে করে চিন্তিত
শান্তি মিলে অনুসরণে বিধান।
অপকর্মের মূল ভিত্তি মিথ্যাচার
সত্য দেখাবেই সঠিক পথ,
মিথ্যার সৌন্দর্য হারাবেই জেনো
আত্মতৃপ্তিতে সজ্জিত সত্যের রথ।
অন্যকে দৌড়ালে দৌড়তে হবে
পবিত্র বন্ধনে রাখে নিরাপদ,
যতটা অশান্তি ভোগ করি মোরা
সবটাই নিজের অর্জিত বিপদ।
সময়:- দুপুর ০১:৩৪:
24 শে সেপ্টেম্বর ২০২০