আয় ছুটে আয়
হাসান মাহমুদ
কে আছিস বন্ধু উদাস মনে বদ্ধ ঘরে
সুখনাশী অতীত স্মৃতির পায়ে পড়ে,
আয় চলে আয় মুক্ত মাঠে নদীর ঘাটে
ভুবন পটে বাঁচতে আবার নতুন করে।
কে আছিস মাঠে পরে রোদ্রে পুড়ে
জীবন পথের দিবানিশি বিষন্নতায়,
আয় ছুটে আকাশ নীলে স্বপ্ন মেলে
সুখের গল্প লিখে নিতে পাতায়।
কে আছিস সাগর বুকে অশ্রু ভিজে
সর্বগ্রাসী তরঙ্গ লিলায় সব হারিয়ে,
আয় ছুটে সবুজ বনে শ্যামল মাঠে
স্বপ্ন আঁটি দিবো বুনে সব ভুলিয়ে।
কে আছিস পথের বুকেই পথ হারিয়ে
দিবসে আলোর খুঁজে জ্বেলে মশাল,
আয় চলে অতীত শোকে রাত্রির বুকে
হৃদয়ের চুক্ষ মেলে খুঁজবো সকাল।
কে আছিস গৃহত্যগী হয়ে সন্ন্যাসমুখী
ভবঘুরে জীবন নিয়ে বড় অসহায়,
আয় চলে আয় প্রেমের টানে মধু বনে
তৃপ্ত মনে অতীত ভুলে বন্ধন সাজাই।